না এটা কোন কল্পকাহিনী নয়, নয় কোন সিনেমার দৃশ্য।
সোমবার কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহন বিমানের ভেতরের ছবি এটি।
ছবিটি প্রকাশ করেছে বিবিসি।
একটি কার্গো সি-১৭ বিমানের যাত্রী পরিবহণের ক্ষমতা সর্বোচ্চ ১০০ থেকে ১৩৪ জন হলেও ছবির বিমানটির ভেতরে ৮০০ জনের মতো যাত্রী ছিল বলে জানা যায় aviation24-এর বরাতে।
উল্লেখ্য এই বিমানটির ল্যান্ডিং গিয়ার থেকেই দুইজন পড়ে মারা যান।
তালেবানেরা আফগানিস্থানের রাজধানী কাবুল দখলের পর থেকেই দেশটির হাজার হাজার মানুষ ছুটছেন বিমানবন্দরের দিকে।
একাত্তর/এআর