আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে এখনও সমর্থন করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১৬ আগস্ট) আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এক রাষ্ট্রীয় ভাষণে এ সমর্থন জানান তিনি।
আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে আনার পর বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে স্বীকার করে বাইডেন বলেন, মার্কিন সৈন্য প্রত্যাহারের জন্য আসলে কোন 'সঠিক সময় বলতে কিছু ছিল না'।
এমনকি, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আফগানিস্তানে আরও সৈন্য নিযুক্ত করার সিদ্ধান্তেরও বিরোধিতা করেছিলেন বলে জানান তিনি।
তিনি বলেন, যে যুদ্ধে আফগান সেনাবাহিনী নিজেরাই লড়তে প্রস্তুত নয়, সেখানে মার্কিন সৈন্যদের জীবন বিপন্ন করার কোন মানে হয় না।
আরও পড়ুন: দুই শর্ত মানলে তালেবানদের সমর্থন দিতে পারে যুক্তরাষ্ট্র
বিশ বছরের যুদ্ধের পর হঠাৎ করে আফগানিস্থান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয়ায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন জো বাইডেন। আফগান জনগণের বর্তমান দুরবস্থার জন্য অনেকেই তাকে দায়ী করছেন।
গত রোববার (১৫ আগস্ট) তালেবান গোষ্ঠী আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়ার পর সেখান থেকে পালানোর হিড়িক পড়ে যায় আফগান নাগরিকদের মধ্যে। বিমানবন্দরে গিয়ে এলোপাথাড়ি প্লেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন।
এমনকি, প্লেনের চাকার উপর থেকে পড়ে গিয়ে দুইজনের মৃত্যুর ভিডিও সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে, এই পরিস্থিতির জন্য দায়দায়িত্ব নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। বিদেশে যুদ্ধের জন্য মার্কিন নাগরিকদের আর প্রাণ হারাতে দিতে চান না বলে সাফ জানিয়ে দিলেন তিনি।
একাত্তর/এসজে