সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

কাবুলের শিশু পার্কে খেলায় মত্ত তালেবান জঙ্গিরা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০১:৪২ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান ধীরে ধীরে দেশটিতে তাদের অবস্থান আরো সুসংহত করতে ব্যস্ত হয়ে পড়েছে। গোষ্ঠিটির নেতারা যখন কিভাবে দেশ পরিচালনা করবেন সেই চিন্তায় রাতের ঘুম হারাম করেছেন, যখন তালেবান যোদ্ধারা মেতে উঠেছেন ভোগ বিলাসে। আর সেই সব ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হচ্ছে। 

আফগানিস্তানের রাস্তায় রাস্তায় যেমন অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা, তেমনা সেখানকার সব বড় বড় রেস্তোরাঁ ও পার্কের মতো বিনোদন কেন্দ্রে হামলে পড়ছেন তারা। শিশুাদের জন্য তৈরি বিভিন্ন খেলায় মেতে উঠেছেন তারা। এমনই এক ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

এসব ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে। শিশুদের জন্য তৈরি সেই কেন্দ্রে শিশু নেই। আছে তালেবান জঙ্গি সদস্যরা। অস্ত্র হাতে তারা ঢুকে পড়েছেন পার্কে। চষে বেড়াচ্ছেন সেখানে। এমনকি শিশুদের জয় রাইডগুলোতে উল্লাস করতে করতে চড়েও বসেছেন।

image


আগে যেখানে শিশুদের কলকালতিতে মুখরিত থাকতো, সেখানে এখন তালেবান জঙ্গিরা দখলে নিয়েছেন ছোটদের খেলার সব উপকরণ। ছোটদের স্ট্রাইকিং কারে চড়ে বন্দুক উঁচিয়ে উল্লাস করছে জঙ্গিরা, আবার কেউ কেউ মেরি-গো-রাউন্ডে ঘুরছেন। 

এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় উঠে গোটা বিশ্বে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গী যে, আদিম পর্যায়েই রয়ে গেছে, সেই কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে। বলতে, বদলে যাওয়া নয়, আদি ও অকৃত্রিম রূপেই ফিরেছে তালেবান।


একাত্তর/আরবিএস  

ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
ইউক্রেনের সংঘাত নিষ্পত্তির শর্তাবলিতে রাশিয়া একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
এমন আবহের মধ্যে চলতি মাসের শেষের দিকে ভারতে সফরে যাচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সফরে তার সঙ্গে আসবেন আমেরিকার সেকেন্ড লেডি ঊষা ভান্স। 
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত