আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান ধীরে ধীরে দেশটিতে তাদের অবস্থান আরো সুসংহত করতে ব্যস্ত হয়ে পড়েছে। গোষ্ঠিটির নেতারা যখন কিভাবে দেশ পরিচালনা করবেন সেই চিন্তায় রাতের ঘুম হারাম করেছেন, যখন তালেবান যোদ্ধারা মেতে উঠেছেন ভোগ বিলাসে। আর সেই সব ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হচ্ছে।
আফগানিস্তানের রাস্তায় রাস্তায় যেমন অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা, তেমনা সেখানকার সব বড় বড় রেস্তোরাঁ ও পার্কের মতো বিনোদন কেন্দ্রে হামলে পড়ছেন তারা। শিশুাদের জন্য তৈরি বিভিন্ন খেলায় মেতে উঠেছেন তারা। এমনই এক ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
এসব ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে। শিশুদের জন্য তৈরি সেই কেন্দ্রে শিশু নেই। আছে তালেবান জঙ্গি সদস্যরা। অস্ত্র হাতে তারা ঢুকে পড়েছেন পার্কে। চষে বেড়াচ্ছেন সেখানে। এমনকি শিশুদের জয় রাইডগুলোতে উল্লাস করতে করতে চড়েও বসেছেন।
আগে যেখানে শিশুদের কলকালতিতে মুখরিত থাকতো, সেখানে এখন তালেবান জঙ্গিরা দখলে নিয়েছেন ছোটদের খেলার সব উপকরণ। ছোটদের স্ট্রাইকিং কারে চড়ে বন্দুক উঁচিয়ে উল্লাস করছে জঙ্গিরা, আবার কেউ কেউ মেরি-গো-রাউন্ডে ঘুরছেন।
এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় উঠে গোটা বিশ্বে। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গী যে, আদিম পর্যায়েই রয়ে গেছে, সেই কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে। বলতে, বদলে যাওয়া নয়, আদি ও অকৃত্রিম রূপেই ফিরেছে তালেবান।
একাত্তর/আরবিএস