তালেবান গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের নেতারা একে একে আফগানিস্তানে ফিরতে শুরু করেছে।
আগামী দুই একদিনের মধ্যেই তারা সবাই আফগানিস্তানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এদের মধ্যে রয়েছে তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতা মোল্লাহ আবদুল গনি বেরাদরসহ আরও বেশ কয়েকজন। বেরাদর মঙ্গলবার (১৭ আগস্ট) কাতার থেকে কান্দাহারে এসে পোঁছায়।
আরও পড়ুন: আফগানিস্তান থেকে আরও ১১০০ মার্কিনি ফিরলেন
তালেবানের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এই বেরাদর। জেল থেকে ছাড়া পাওয়ার পর এতদিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার অংশ হিসেবে কাতারে অবস্থান করছিলো সে। এর আগে ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্পূর্ণ আফগানিস্তান দখলের পর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তালেবান নেতারা। সেখানে তাদের রাজনৈতিক নীতিমালা এবং আসছে দিনগুলো নিয়ে তাদের পরিকল্পনা গণমাধ্যমের সামনে প্রকাশ করে তারা।
একাত্তর/এসজে