সেকশন

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
 

অফিসে ঢুকতে পারছেন না আফগান নারী উপস্থাপক

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১২:৫৪ এএম

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালেবান জানিয়ে দেয়, নারীদের আর আটকে রাখা হবে না। শরিয়ত আইন অনুযায়ী নারী সব ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। এমন কি নতুন সরকারেও নারীদের অংশগ্রহণ থাকবে বলে জানানো হয়।

কিন্তু তাদের মুখের কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে না। এক আফগান নারী সাংবাদিক জানিয়েছেন, তাকে তার কর্মস্থল থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি একটি টেলিভিশনে কাজ করতেন। তালেবান ক্ষমতায় আসার পর তাঁকে আর কর্মস্থলে ঢুকতে দেওয়া হয়নি।

image


এই নারী উপস্থাপকের নাম- শবনম দাউরান। খুবই পরিচিত এক টিভি ব্যক্তিত্ব। চাকরি হারিয়ে তিনি হাজির হয়েছেন সামাজিক মাধ্যমে। হিজাব পড়ে আর নিজের পরিচয়পত্র দেখিয়ে গোটা বিশ্বের কাছে আর্তি জানিয়েছেন, আফগান নারীদের বাঁচাতে। 

আফগান সরকারের মালিকাধীন আরটিএ টিভি চ্যানেলের এই উপস্থাপক বলেন, ‘আমার জীবন এখন মারাত্মক হুমকির মুখে, আমাদের বাঁচান’।

১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবান শাসনামলে আফগান নারীরা সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে নিষিদ্ধ ছিলেন। মেয়েরা স্কুলে যেতে পারতো না। বিনোদন ছিলো নিষিদ্ধ। আর কথায় কথায় নারীদের মুখোমুখি হতে হতো কঠোর সাজার। 

দ্বিতীয়বারের মতো ক্ষমতা দখলের পর তালেবান একই কাজ শুরু করেছে। নারীদের জন্য এরিমধ্যে অনেক ফতোয়া জারি করেছে। নারী সাংবাদিকদের খুঁজে বেরাচ্ছে তালেবান যোদ্ধারা। তাদের বন্দি করতে বিভিন্ন শহরের বাসা বাড়িতে হানা দিচ্ছে তালেবান। 

অথচ অন্যদিকে তালেবান মুখে বলছে, নারীরা শিক্ষা ও সরকারি কাজে অংশ নিতে পারবেন। সংবাদমাধ্যম হবে স্বাধীন এবং নিরপেক্ষ। এমন কি, একজন নারী উপস্থাপককে তালেবান মুখপাত্রের সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করা হয়েছে প্রমাণ হিসাবে। 

অথচ শবনম দাউরানের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। তিনি জানান, পুরুষ সহকর্মীদের অফিসে ঢুকতে দেয়া হলেও, তাঁকে দেয়া হয়নি। কয়েকদিন ধরে তিনি চেষ্টা করেছেন অফিসে ঢুকতে। কিন্তু কিছুতেই তাকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।  

image


শবনম বলেন, ‘প্রথমেই আমি হাল ছেড়ে দেয়নি। ভেবেছি নিয়মের কোন পরিবর্তন বুঝি। তাই কয়েকবার চেষ্টা করেছি অফিসের কাজে ফিরতে। নিজের পরিচয়পত্র দেখানোর পরও আমাকে অফিসে ঢুকতে দেয়া হয়নি’।  

তিনি আরো বলেন, ‘আমার চোখের সামনে দিয়ে পুরুষ সহকর্মীরা অফিসের ভেতরে আসা যাওয়ার সুযোগ পাচ্ছিলেন। অথচ আমাকে সেই সুযোগ দেয়া হচ্ছিলো না। আমাকে বলা হলো অফিসের নিয়মে পরিবর্তন আনা হয়েছে, তাই ঢুকতে দেয়া হচ্ছে না’।

একাত্তর/ এনএ

দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৭। তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 
ইউক্রেন লক্ষ্য করে এখনো লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এরই প্রেক্ষিতে রোববার (২৩ মার্চ) পশ্চিমা দেশগুলির কাছে বার্তা পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, সকলে এবার...
দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে। প্রথমে তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে।
আমেরিকার সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের মধ্যে আগামী ২৮ এপ্রিল কানাডায় নির্বাচনের ঘোষণা করছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার (২৩ মার্চ) ঘোষণা করেন, ২৮ এপ্রিল নির্বাচন...
বঙ্গোপসাগরে জেলের জালে ৩৪ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। পরে পাইকারি বাজারে মাছটি বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ টাকায়।
দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেওয়াসহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ‘আশু বাস্তবায়নযোগ্য’ ৯টি সুপারিশের বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব চেয়েছে...
জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম 'এনসিপি' নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গণের অগ্রণী ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সন্‌জীদা খাতুন (৯২) মারা গেছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত