আমেরিকার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় হেনরি। রোববার এটি নিউ ইংল্যান্ড ও নিউইয়র্কের লং আইল্যান্ডে আছড়ে পরার কথা। হেনরির প্রভাবে আকস্মিক বন্যা, তীব্র বাতাস ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।
ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার রোববার সন্ধ্যা ছয়টার দিকে সবশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নিউইয়র্কের দক্ষিণপূর্বের মন্টাউক পয়েন্ট থেকে ৮০ কিলোমিটার দূরে ছিলো।
রাজ্যের আবহাওয়া অফিস হারিকেন থেকে হেনরিকে ঘূর্ণিঝড়ে নামিয়ে আনলেও সতর্ক করে দিয়ে বলেছে, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টির সঙ্গে জলোচ্ছ্বাস হতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৭০ মাইল।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবার কারণে এখনকার ঘূর্ণিঝড়গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং সাগর থেকে প্রচুর পানি উপকূলের দিকে নিয়ে আসছে। এতে করে হুমকিতে পড়েছে উপকূলের জনজীবন।
ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে হারিকেন ‘বব’ ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ড অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড় হেনরির কারণে কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। ম্যাসাচুসেটস রাজ্যে পার্ক ও সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্রসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে শনিবার রাতে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি বড় কনসার্ট বাতিল করা হয়েছে। করোনা মহামারীর থাবায় নিউইয়র্ক ভয়াবহ এক পরিস্থিতির শিকার হয়েছিলো। সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসা উদযাপন করতেই কনসার্টের আয়োজন করা হয়।
ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। পরিস্থিতি মোকাবেলায় পাঁচশ’ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যে কোন পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।
কুমো আরো জানান, নিউইয়র্কের স্থানীয় সময় রোববার দুপুরের দিকে হেনরি লং আইল্যান্ড উপকূল অতিক্রম করতে পারে। এটি এমন এক স্থানের উপর দিয়ে যাবে যেখানে রয়েছে ধনী ব্যক্তিদের গ্রীস্মকালীন অবকাশ যাপনের ঘরবাড়ি।
একাত্তর/ এনএ