সেকশন

সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
 

ঘূর্ণিঝড় হেনরি মোকাবেলায় নিউইয়র্কে জরুরি অবস্থা

আপডেট : ২২ আগস্ট ২০২১, ০৯:৫৩ পিএম

আমেরিকার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড় হেনরি। রোববার এটি নিউ ইংল্যান্ড ও নিউইয়র্কের লং আইল্যান্ডে আছড়ে পরার কথা। হেনরির প্রভাবে আকস্মিক বন্যা, তীব্র বাতাস ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে।

ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার রোববার সন্ধ্যা ছয়টার দিকে সবশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি নিউইয়র্কের দক্ষিণপূর্বের মন্টাউক পয়েন্ট থেকে ৮০ কিলোমিটার দূরে ছিলো।

রাজ্যের আবহাওয়া অফিস হারিকেন থেকে হেনরিকে ঘূর্ণিঝড়ে নামিয়ে আনলেও সতর্ক করে দিয়ে বলেছে, আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এই ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টির সঙ্গে জলোচ্ছ্বাস হতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় ৭০ মাইল। 

বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবার কারণে এখনকার ঘূর্ণিঝড়গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে এবং সাগর থেকে প্রচুর পানি উপকূলের দিকে নিয়ে আসছে। এতে করে হুমকিতে পড়েছে উপকূলের জনজীবন।

image


ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। এর আগে হারিকেন ‘বব’ ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ড অঞ্চলে আঘাত হানে। ঘূর্ণিঝড় হেনরির কারণে কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। ম্যাসাচুসেটস রাজ্যে পার্ক ও সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্রসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে শনিবার রাতে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে একটি বড় কনসার্ট বাতিল করা হয়েছে। করোনা মহামারীর থাবায় নিউইয়র্ক ভয়াবহ এক পরিস্থিতির শিকার হয়েছিলো। সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসা উদযাপন করতেই কনসার্টের আয়োজন করা হয়।

ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো। পরিস্থিতি মোকাবেলায় পাঁচশ’ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, যে কোন পরিস্থিতির জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। 

কুমো আরো জানান, নিউইয়র্কের স্থানীয় সময় রোববার দুপুরের দিকে হেনরি লং আইল্যান্ড উপকূল অতিক্রম করতে পারে। এটি এমন এক স্থানের উপর দিয়ে যাবে যেখানে রয়েছে ধনী ব্যক্তিদের গ্রীস্মকালীন অবকাশ যাপনের ঘরবাড়ি। 

একাত্তর/ এনএ

নিউইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনাকে সবচেয়ে ঘৃণ্য...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
গেলো ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় বাসার ভেতরে পুলিশের উপর্যপুরি গুলিতে বাবা-মায়ের সামনেই নিহত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর উইন রোজারিও (১৯)।
ভূমিকম্পে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের...
বাংলাদেশের মানুষের যেমন অনেক সঙ্কট আছে, তেমনি আবার সেসব সমাধানেও অনেকে কাজ করতে চায়। তাই যারা মানবিক কাজ করতে চায় তাদের উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য...
শেরপুরের নালিতাবাড়ীতে কৃষকের বৈদ্যুতিক ফাঁদে একটি হাতি মারা গেছে। মৃত হাতিটির ময়নাতদন্তের পর ওই এলাকায় পুঁতে রাখা হয়েছে। এদিকে পালের এক সদস্যকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে একদল হাতি।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত