মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছেন। যা তার প্রথম মেয়াদের বিতর্কিত সিদ্ধান্তকে পুনরুজ্জীবিত করেছে এবং নতুন করে আইনি চ্যালেঞ্জের শঙ্কা তৈরি করেছে।
এএফপির খবরে ট্রাম্পের বরাতে বলা হয়, সম্প্রতি কলোরাডোর বোল্ডারে একটি ইহুদি বিক্ষোভে ‘মেকশিফট ফ্লেমথ্রোয়ার’ দিয়ে চালানো হামলার পেছনে ছিলেন এক জন অবৈধ মিশরীয় অভিবাসী, ওই ঘটনার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আফগানিস্তান, মিয়ানমার, শাদ, কঙ্গো-ব্রাজাভিল, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা -এই সাত দেশের নাগরিকদের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এসব দেশের কিছু অস্থায়ী কর্মসংস্থান ভিসার অনুমোদন বহাল থাকবে।
এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, সম্প্রতি বোল্ডারে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা প্রমাণ করে অপর্যাপ্তভাবে যাচাইকৃত বিদেশি নাগরিকদের প্রবেশ আমাদের জন্য কতটা বিপজ্জনক। আমরা তাদের চাই না।