সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
 

হরমুজ প্রণালী চালু রাখতে চীনের দ্বারস্থ হলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌ চলাচলের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান, এমন কানাঘুষা শুরু হতেই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। ইরানকে গুরুত্বপূর্ণ এ নৌরুট বন্ধ করা থেকে বিরত রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।  

স্থানীয় সময় রোববার (২৭ জুন) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আহ্বান জানান।

রুবিও ফক্স নিউজকে বলেন, আমি বেইজিংয়ে চীন সরকারকে উৎসাহ দিচ্ছি, তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে। কারণ, চীন হরমুজ প্রণালীর ওপরই তাদের তেলের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। 

বিশ্লেষকদের মতে, রোববার সকালে ওয়াশিংটনের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধের পথ বেছে নিতে পারে। এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।

‘যদি তারা তা করে, তাহলে এটি আরেকটি ভয়াবহ ভুল হবে’ বলে উল্লেখ করে রুবিও বলেন, এটি হবে তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা এবং আমরা এটি মোকাবিলা করার বিকল্প রাখি।

তিনি আরও বলেন, তবে অন্যান্য দেশেরও এটির দিকে নজর দেয়া উচিত, এটি অন্যান্য দেশের অর্থনীতিকে আমাদের চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমার মনে হয়, এটি একটি বিশাল উত্তেজনা সৃষ্টি করবে। এর প্রতিক্রিয়া কেবল আমাদের নয়, অন্যান্যদের কাছ থেকেও আসা যুক্তিযুক্ত।

এদিকে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক উপদেষ্টা বলেছেন, এসব ঘাঁটি এখন থেকে ‘আমাদের সেনাবাহিনীর জন্য বৈধ টার্গেট।’

তবে এই মার্কিন হামলার পর তেহরান সংঘাত কমাবে না আরও বাড়াবে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, চীন ও রাশিয়া বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে একত্রে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এসব হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে।

আরবিএস
ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।
যুক্তরাষ্ট্রের বন্যা কবলিত রাজ্য টেক্সাসে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে ১৬১ জন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১ হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার এসব কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট।
ডাম্বুলায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ১-১ এ সমতায় ফিরিয়েছে। টসে হেরে এবং শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যানদের হারিয়ে প্রাথমিক চাপে পড়লেও অধিনায়ক লিটন দাস দলের...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। একই সময় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২০ জন। চলতি বছরে এই...
শেরপুরে মাদ্রাসা ছুটি পর বাড়ি ফেরার সময় মাইক্রোবাসের চাপায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয়রা মাইক্রোবাস ও এর চালককে আটক করে...
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে। সেই সঙ্গে এখনই ‘শাপলা’ প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত