সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
 

এবার ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চান ট্রাম্প

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:০৬ পিএম

ইরান ইসরাইল যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন কেনো হবে না; সামাজিক মাধ্যমে এমন প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য সরকার পরিবর্তন নয় বলে জানিয়েছে পেন্টাগন। 

এরইমধ্যে ইরানে হামলাকারী শক্রকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এদিকে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বাক বিতণ্ডায় জড়ান যুক্তরাষ্ট্র ইরান ও ইসরাইলের প্রতিনিধিরা। 

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরান ও তেল আবিবের মধ্যে। সোমবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশই। ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরাইলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। অন্যদিকে ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান।

এরই মধ্যে ইরানের শাসন ব্যবস্থার কেনো পরিবর্তন হবে না সামাজিক গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেসঙ্গে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবিও করেন তিনি। যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত কোন বিবরণ দেননি তিনি। তার প্রশাসন তরফেও কোন তথ্য দেয়া হয়নি। 

এদিকে শাসন ব্যবস্থা নিয়ে ট্রাম্পের বিপরীতমুখী বক্তব্য দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন ইরানের মার্কিন হামলার লক্ষ্য শুধুমাত্র পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন ছিলো না। এই উদ্দেশ্য এখনো নেই। ইরানের পরমাণু হুমকি বন্ধে আমাদের জাতীয় স্বার্থে এই হামলার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট।

এদিকে অপারেশন মিডনাইট হ্যামারের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি শে জানান, ইরানের পরমাণু কর্মসূচির হুমকি প্রতিরোধ করতেই দেশটিতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ধামাচাপা দিয়েছে। সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং আমাদের নিজস্ব নাগরিক এবং স্বার্থের প্রতিরক্ষায়, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার। 

আর মার্কিন হামলা নিয়ে নিরাপত্তা পরিষদে বিবাদে জড়িয়ে পড়েন ইসরাইল ও ইরানি প্রতিনিধি। ইসরাইলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন, তেহরানের শাসকগোষ্ঠীর অন্য পরিকল্পনা ছিল। তারা আলোচনার টেবিলকে ছদ্মবেশ, বিলম্বের কৌশল, ক্ষেপণাস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় কেনার উপায় হিসাবে ব্যবহার করেছিল। জবাবে, ইরানি প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত অভিযোগ ভিত্তিহীন, কোনও আইনি ভিত্তি নেই এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। 

এদিকে, ইরানে হামলাকারীকে শত্রু হিসেবে চিহ্নিত করে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। মার্কিন হামলার পর সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে প্রতিশোধের হুমকি দেন খামেনি। 

এআরএস
ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের মূল কথা হলো, কিয়েভে মার্কিন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রয়েছে এবং থাকবে।
চূড়ান্ত টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক। দীর্ঘদিন পুতিনের প্রশংসা করলেও ট্রাম্প এখন তাকে দায়ী করছেন ইউক্রেন যুদ্ধ...
ইরান ও ইসরাইলের যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক কেমন তা নিয়ে চলছে আলোচনা। ইরান ও ইসরাইলের মাঝে গত জুনে ১২ দিন ধরে চলা যুদ্ধের পর থেকে আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলো একরকম নীরব...
ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)’র সঙ্গে তাদের সহযোগিতা ‘নতুন রূপে’ চালু হবে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছর বয়সী শিশু কন্যা হাজেরা খাতুন হত্যাকাণ্ডে জড়িত সৎমা মোছা. রুবি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।  
দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি জোরালো সমর্থন প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক খাতে সংস্কার...
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ দেশটির ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত