টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি উভয় পক্ষকেই যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ জুন) সকালে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরান এবং ইসরাইলি কয়েকটি গণমাধ্যম। তবে এ নিয়ে এখনও বিভ্রান্তি রয়ে গেছে।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই আজ সকালে ইসরাইলের দক্ষিণে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে চারজন।
তবে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এ বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি তেহরান।
ইরানের এক কর্মকর্তা যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
তিনি আরও জানান, তবে ইসরাইল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আর তাদের নেই।
হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে ইরানে হামলা না চালানোর শর্তে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। ইসরাইলের দেয়া এই শর্তে এরইমধ্যে সম্মতি জানিয়েছে ইরান।
এদিকে, ইরান-ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী।
এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।