সেকশন

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
 

সরকার গঠনের পথে প্রথম পদক্ষেপ নিলো তালেবান

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৯:০৫ পিএম

সরকার গঠনের আনুষ্ঠানিক কার্যক্রম এখনও শুরু করেনি তালেবান গোষ্ঠী। তবে, এরইমধ্যে তিনজন মন্ত্রী, একজন গভর্নর এবং একজন গোয়েন্দা প্রধান নিয়োগ করেছে জঙ্গি সংগঠনটি।

মঙ্গলবার (২৪ আগস্ট) আফগানিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। 

পাজওয়াক সংবাদ সংস্থা জানিয়েছে, গুল আগা হবেন তালেবান সরকারের অর্থমন্ত্রী। আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সাদর ইব্রাহিম। সেইসাথে প্রতিরক্ষামন্ত্রী হবেন সাবেক গুয়ান্তানামো বন্দি মোল্লাহ আবদুল কাইয়ুম জাকির। 

কাবুলের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোল্লাহ শিরিন আর গোয়েন্দা প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে নাজিবুল্লাহর নাম। সেই সাথে কাবুলের মেয়র হবেন হামদুল্লাহ নোমানী। 

আরও পড়ুন: কাবুল বিমানবন্দর থেকে যাত্রীসহ ইউক্রেনের বিমান ছিনতাই

এই ঘোষণার মাধ্যমে সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ নিলো তালেবান। এখন সরকার প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করবে সেটাই দেখার বিষয়। বর্তমানে সংগঠনটির শীর্ষে রয়েছেন হিবাতুল্লাহ আখুন্দজাদা। তবে, সরকার প্রধান হিসেবে আবদুল গনি বেরাদরের নামই শোনা যাচ্ছে বেশি। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। দীর্ঘ বিশ বছরের যুদ্ধের পর আবার দর্পের সাথে ক্ষমতায় আসীন হতে চলেছে তারা। 

এদিকে, আফগানিস্তান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তালেবান। এরপর বিদেশি সৈন্য সেখানে থাকলে পদক্ষেপ নেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। 


একাত্তর/এসজে 

আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) হিন্দুকুশ অঞ্চলে ওই ভূমিকম্প আঘাত হানে।
নারীদের নিপীড়ন ও অধিকার খর্ব করার অপরাধে তালেবানের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী একটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত ও আরও অনেকে গুরতর আহত হয়েছেন।  
আফগানিস্তানের তালেবান সরকারে বড় ধাক্কা। রাজধানী কাবুলে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়কমন্ত্রী ও...
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশে থাকা তাদের স্বজনদের যোগা‌যো‌গের জন‌্য তেহরান এবং ঢাকায় হটলাইন চালু ক‌রে‌ছে সরকার।
গত দেড় দশকে ঘটে যাওয়া গুমের ঘটনাগুলোর তদন্তে জাতিসংঘের যেকোনো সহযোগিতা বাংলাদেশ স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।
বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের...
২৪ ঘণ্টায় দেশে ২৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে মৃত্যু হয়েছে এক জনের। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮২ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত