আফগানিস্তানের প্রথম নারী দেয়াল চিত্রশিল্পী বা গ্রাফিতি শিল্পী শামসিয়া হাসানি তার গ্রাফিতির মাধ্যমে তালেবান শাসনে নারীদের শোচনীয় অবস্থা ফুটিয়ে তুলেছেন। বিপদ জেনেও প্রতিবাদের ভাষা হিসেবে রঙ, তুলি দিয়ে ফুটিয়ে তুলছেন আফগানিস্তানের দেয়াল।
তালেবান যখন আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে রাজধানী কাবুলের দিকে ধেয়ে যাচ্ছিলো, শামসিয়া হাসানির টুইটার আর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হচ্ছিলো তার আঁকা নতুন নতুন ছবি।
সেসব ছবিতে আছে মৌলবাদী তালেবান শাসনে ফেরার আতঙ্ক আর ভবিষ্যত নিয়ে আফগান নারীদের দুশ্চিন্তার ছায়া।
শামসিয়া হাসানি আফগানিস্তানের প্রথম নারী গ্রাফিতি শিল্পী, যিনি বেশ কয়েক বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের বহু দেয়াল রাঙিয়ে তুলেছেন উজ্জ্বল গ্রাফিতিতে।
আরও পড়ুন: দেশ ছেড়ে পালালেন আফগান পপ তারকা আরিয়ানা
২০১০ সালে পড়াশোনা শেষ করার পর থেকেই গ্রাফিতিকে নিজের পছন্দের মাধ্যম হিসাবে বেছে নেন হাসানি।
বিশ্বের সামনে আফগান নারীদের বেঁচে থাকার লড়াই ও তাদের হার না মানা স্বভাবের কথা তুলে ধরতে চেয়েছেন শামসিয়া। সে জন্য তাঁর শিল্পের ক্যানভাস বানিয়েছেন রাস্তার দেয়াল বা যেকোনো গণসমাগম স্থলের দেয়াল।
শামসিয়া বলেন, ‘আফগানিস্তানে একজন নারী হয়ে বড় হয়ে ওঠা সহজ কথা নয়। যুদ্ধপ্রবণ দেশে একজন নারীর কষ্ট কেউ অনুভব করতে পারে না। তাকে অনেক দুর্দশার মধ্য দিয়ে নিজেকে রক্ষা করতে হয়, চারপাশকে রক্ষা করতে হয়’।
আরও পড়ুন: সময় থাকতেই আফগানিস্তান ছেড়ে ছুটছে বিদেশিরা
২০১৪ সালে ফরেন পলিসি পত্রিকার বিশ্বের ১০০ শীর্ষ চিন্তাবিদদের তালিকায় উঠে আসে আফগান এই খ্যাতনামা শিল্পীর নাম।
১৯৮৮ সালে ইরানে আফগান শরণার্থীদের পরিবারে জন্মানো হাসানি, ২০০৫ সালে দেশে ফিরে কাবুল বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন।
নির্বাক ছবির মাধ্যমেই শামসিয়া বিশ্বের কাছে তুলে ধরছেন ইতিবাচক পরিবর্তনের বার্তা। নিজের প্রতিবাদ তুলে ধরছেন বিশ্বের কাছে। ছড়িয়ে দিচ্ছেন স্বাধীনতার সুবাস।