কাবুল দখল করার পর প্রেসিডেন্টের বাসভবনে তালেবান সদস্যরা
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবানের সাথে প্রথমবারের মতো কূটনৈতিক যোগাযোগ স্থাপন করলো চীন। কাবুলে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।
আফগানিস্তানের রাজনৈতিক দপ্তরের প্রধান আবদুল সালাম হানাফি ও সেখানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনার বিস্তারিত প্রকাশ না করলেও চীনা ওই মুখপাত্র জানিয়েছেন, বিভিন্ন বিষয় আলোচনার জন্য কাবুল তাদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার জন্য চীন আফগানদের বিবেচনাকে সম্মান করে। এদেশের শান্তি এবং পুনর্গঠনের মাধ্যমে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত চীন।
আরও পড়ুন: রং-তুলির আঁচড়ে আফগান নারীদের আর্তনাদ
উল্লেখ্য, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দিলেও, খোলা রেখেছে চীন ও পাকিস্তান।
গত মাসেই তালেবান নেতা মোল্লাহ আবদুল গনি বেরাদরের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসেছিল চীন।
সেখানে উইঘুর মুসলিমসহ বিভিন্ন 'সন্ত্রাসী' দলের সাথে সম্পর্ক ছিন্ন করতে তালেবানকে অনুরধ জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইউ।
এরপর তালেবানের হাতে কাবুল পতনের পর অন্যান্য দেশ উদ্বেগ প্রকাশ করলেও, চীন শান্ত ভাব বজায় রেখে সেখানে অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানায়।
একাত্তর/এসজে