তালেবানের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে পায়জামা-পাঞ্জাবি পরা, হাতে রাশিয়ান যুগের একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর চেহারার কিছু মানুষ।
কিন্তু যুগ পাল্টেছে। বিশ বছর আগের তালেবান আর এখনকার তালেবানের মধ্যে তাই আকাশ পাতাল পার্থক্য। যে পার্থক্য ধরা পড়েছে তাদের দর্পের সাথে ১০ দিনেরও কম সময়ে সম্পূর্ণ আফগানিস্তান দখলের খবরে।
তালেবান নেতারা হয়ত বুঝতে পেরেছেন, নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে তাদেরও আধুনিক চলন-বলন আয়ত্ত্ব করতে হবে।
আরও পড়ুন: তালেবানের চোখে সানগ্লাস, পায়ে স্নিকার্স, মুখে আইসক্রিম
তাই সম্প্রতি সানগ্লাস আর স্নিকার্স পরা ছবির পর এবার তারা প্রকাশ করেছে আধুনিক সামরিক পোশাক আর অস্ত্রসজ্জা নিয়ে তাদের ভিডিওচিত্র। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন সেনাদের পোশাক আর আধুনিক মার্কিন অস্ত্র নিয়ে যুদ্ধে মেতেছেন তালেবান সদস্যরা।
যুদ্ধের ইউনিফর্ম, বুটজুতো, কানটুপি, রাইফেল- কোন কিছুই বাদ পড়েনি তাদের সজ্জা থেকে।
আরও পড়ুন: কাবুলের শিশু পার্কে খেলায় মত্ত তালেবান জঙ্গিরা
হাতের রাইফেলগুলো দেখে বোঝা যাচ্ছে, সেগুলো সব যুক্তরাষ্ট্রের তৈরি এম-ফোর রাইফেল। সেই সাথে আছে নাইট ভিশন চশমা। ধারণা করা হচ্ছে, এগুলো সব মার্কিন সৈন্যদের ফেলে যাওয়া যন্ত্রপাতি। সব মিলিয়ে তালেবানের নতুন সাজটি হয়েছে যুতসই।
তবে, এসবকে স্রেফ লোক দেখানো প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। আবার কয়েক সপ্তাহ আগের তালেবান, এমনকি আফগান সৈন্যদের তুলনায় যে এরা বেশ দক্ষ তা অস্বীকার করার উপায় নেই।