আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার (৩০ আগস্ট) ভোরে এ হামলায় অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়। তবে, এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আফগান গণমাধ্যম জানিয়েছে, একটি গাড়ি থেকে এ রকেটগুলো নিক্ষেপ করা হয়। কাবুলের বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে সেগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে তারা।
আঘাত হানার আগেই সেগুলো রোধ করতে সক্ষম হয় মার্কিন অ্যান্টি-মিসাইল প্রযুক্তি, জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
এ ঘটনার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। আফগানিস্তানে থাকা মার্কিন সৈন্যদের যেকোনো মূল্যে রক্ষা করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২৯ আগস্ট) মার্কিন ড্রোন হামলায় এক আত্মঘাতী বোমা বহনকারী নিহত হয়। পেন্টাগন জানিয়েছে, নিহত ওই ব্যক্তি আইসিসের আফগান শাখা আইসিস-কে'র একজন সদস্য ছিল। সে কাবুল বিমানবন্দরে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিলো।
আরও পড়ুন: কাবুলে আইএস-কে'র আত্মঘাতীকে লক্ষ্য করে মার্কিন হামলা
ওই হামলায় শিশু ও নারীসহ বেশ কয়েকজন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে দুটি আত্মঘাতী বোমা হামলায় একশ'রও বেশি আফগান নাগরিক এবং ১৩ জন মার্কিন সৈন্য নিহত হন।
আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় আছে আর মাত্র একদিন। এখনও সেখানে প্রায় চার হাজারের মতো মার্কিন সৈন্য রয়েছে। গত দু'সপ্তাহে আফগানিস্তান থেকে আফগান নাগরিকসহ প্রায় এক লাখ ১৪ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের জন্য কাবুলে একটি 'নিরাপত্তা জোন' গঠনের জন্য জাতিসংঘের কাছে প্রস্তাব দেয়ার কথা চিন্তা করছে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন, জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো।
একাত্তর/এসজে