প্রিটোরিয়াতে ইসরাইলি দূতাবাস বন্ধের একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট। মঙ্গলবার গাজায় ইসরাইলি আগ্রাসনে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই এ প্রস্তাব পাস হলো।
তবে এ প্রস্তাব মূলত প্রতীকী। প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সরকার সিদ্ধান্ত নেবে এ প্রস্তাব বাস্তবায়ন করা হবে কি না। খবর আল-জাজিরা’র।
মঙ্গলবার পার্লামেন্টের ভোটাভুটিতে ইসরাইলি দূতাবাস বন্ধের পক্ষে ভোট পড়েছে ২৪৮টি, বিপক্ষে ৯১টি।
এর আগে, প্রেসিডেন্ট রামাফোসা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা মনে করে গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালাচ্ছে ইসরাইল।
প্রিটোরিয়ায় ইসরাইলি রাষ্ট্রদূতকে তেল আবিবে পরামর্শের জন্য ফেরত আনার পর প্রস্তাবটি পাস হয়েছে।
এদিকে, ২০১৮ সাল থেকে ইসরাইলে দক্ষিণ আফ্রিকার কোনো রাষ্ট্রদূত নেই।