কারওয়ান বাজার সোনারগাঁও হোটেলের সামনে মেট্রোরেলের পাশে ঝুলে থাকা ঘুড়ির সুতায় আটকে পড়ে একটি চড়ুই পাখি। অনেকটা সময় কেটে গেলেও কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি।
অবশেষে কয়েকজন কিশোরের রীতিমতো দুঃসাহসিক চেষ্টায় উদ্ধার করা হয় পাখিটিকে।
সরজমিনে গিয়ে দেখা যায় ঘুড়ির সুতায় ডানা পেচিয়ে আটকে যায় চড়ুই পাখিটি। পাখিটিকে উদ্ধার করতে সোনারগাঁও হোটেলের লাগোয়া একটি গাছের চিকন ডালে উঠে পড়েন এক তরুণ। কিন্তু গাছে উঠেও কাজ না হওয়ায় কারওয়ান বাজারের ব্যস্ত রাস্তায় দোতলা বাস থামিয়ে বাসের ছাদে উঠে পড়ে এই দুঃসাহসী ছেলেটি। অবশেষে প্রাণ ফিরে পায় পাখিটি।
প্রত্যক্ষদর্শী পান দোকানদার জানান, সকাল থেকেই পাখিটি ঝুলছিলো। কিন্তু উদ্ধারে এগিয়ে আসেননি কেউ। অনেকে ট্রিপল নাইনে ফোন দিয়েও সাড়া পায়নি।
ট্রাফিক সার্জেন্টের ভয়ে উদ্ধারকারী ভ্যানচালক সাদ্দামকে ছাদে নিয়েই টান দেয় বাসের ড্রাইভার। অনেক কষ্টে সেখান থেকে নেমে পাখিটির পরিচর্যায় ব্যস্ত হয় এই কিশোর-তরুণেরা। একটি প্রাণ বাঁচানোর আনন্দে তারাও আত্মহারা।
এরপর ছেড়ে দেয়ার পালা। ছোট্ট পাখিটি নিজেও হয়তো ভাবেনি আবার ডানা মেলবে মুক্ত আকাশে। কিন্তু আহত ডানায় বেশিদূর এগুতে পারেনি পাখিটি।
তাই তরুণেরা সিদ্ধান্ত নেন, আপাতত বাসায় নিয়ে সেবা করে তারপর ছেড়ে দেয়া হবে পাখিটিকে।