সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

তৃণভোজী কচ্ছপ গিলে খেলো পাখির ছানা!

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৯:৪০ পিএম

কচ্ছপ প্রজাতির প্রাণীরা পরিচিত তৃণভোজী হিসাবে। আর কুমির জাতীয় প্রাণীর পরিচিত প্রাণীভোজী হিসাবে। কচ্ছপ কখনও প্রাণী খেয়েছে তা শুধু বিরলই নয়, প্রায় অসম্ভবও।

কিন্তু এমনই এক বিরল ঘটনা নথিভুক্ত করেছেন বিজ্ঞানীরা। আজীবন তৃণভোজী হিসাবে পরিচিত কচ্ছপ জ্যান্ত এক পাখির বাচ্চাকে খেয়ে ফেলছে এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ভিডিওটি প্রকাশ করা হয়েছে গেলো ২৩ আগস্ট। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট এক পাখির ছানাকে তেড়ে গিয়ে খেয়ে ফেলছে এক কচ্ছপ।

এমন ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। বিষয়টি অভিনব হিসেবেই দেখছেন সবাই। আর বিজ্ঞানীরা প্রশ্ন রেখেছেন, এমন কি ঘটলো যে, তৃণীভোজী কচ্ছপ হয়ে উঠলো প্রাণীভোজী।

image


অনেকে আবার অপ্রত্যাশিত হিসাবে উল্লেখ করে কচ্ছপের শিকারের পরিণত হওয়া পাখির ছানার জন্য ভীষণ দুঃখও প্রকাশ করেছেন। পছন্দ হয়নি কচ্ছপের এমন আচরণ।

ভিডিওটি ধারণ করা হয়ে ২০২০ সালের ৩০ জুলাইতে সেশেলসের ফ্রিগেট আইল্যান্ড থেকে। এতে দেখা যায় একটি গাছের গুড়ির ওপর কচ্ছপের পাখির ছানা শিকারের শুরু ও শেষ। 

এই ঘটনার ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’ নামের একটি জার্নালে। সেখানে বলা হয়েছে বড় আকারের কচ্ছপের প্রাণী শিকারের এটি প্রথম ঘটনা, যা নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, সেটির ভিডিও ধারণ করাও হয়েছে। 

গবেষকরা বলছেন, জনগোষ্ঠির সঙ্গে বসবাস করার কারণে কচ্ছপের স্বভাবে পরিবর্তন আসতে পারে এবং সে আমিষে অভ্যস্ত হয়ে যেতে পারে। 

image


আবার, সেশেলস দ্বীপে কচ্ছপের আবাসস্থলে মাছের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে, আমিষ বা মাংস খেতে আগ্রহী হয়ে উঠতে পারে কচ্ছপরা। 

গবেষকা দলের প্রধান কেমব্রিজের মিউজিয়াম অব জুলোজির অধ্যাপক ডা. জাস্টিন গারলাচ বলেন, ‘যখন প্রকৃতির কিছু খেয়াল পুনরুদ্ধার হতে থাকে তখন বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত মিথস্ক্রিয়া দেখা দিতে পারে। এমন কিছু, যা সম্ভবত অতীতে ঘটেছিলো কিন্তু আমরা আগে কখনও দেখিনি’।


একাত্তর/এসজে
রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশের রিং রোডে গেলেই চোখে পড়বে ‘নাফিজ ফুড কর্নার’। অন্য আর দশটি ফুড কার্টের মতো হলেও, এটির রয়েছে আলাদা বৈশিষ্ট্য। এই খাবারের দোকানটি পরিচালনা করছেন...
ষড়ঋতুর চক্রে বাংলাদেশের প্রকৃতিতে এখন পাতা ঝরা শীতের আমেজ। উত্তরের হিম বইতে শুরু করলেও পৌষ মাস শুরু হতে এখন কিছু দিন বাকি। তবে সূর্য ডুবতেই ব্যস্ত নগরী ঢাকার বিভিন্ন জায়গায় বাহারি পিঠার ধোঁয়া...
শহর কিংবা গ্রাম, কম-বেশি সবার ঘরেই ফ্রিজের ব্যবহার দেখা যায়। দৈনন্দিন জীবনে ঘর- গৃহস্থলির অন্যতম দরকারি জিনিস হয়ে উঠেছে ফ্রিজ নামের এই বৈদ্যুতিক বস্তুটি। এতে বার বার রান্না ও বাজার করার ঝামেলা থেকে...
বাঙালির জীবনে সাইকেল শব্দটি বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা সময় এই জনপদে সাইকেলই ছিলো জনমানুষের প্রধান বাহন।
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত