সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

করোনা নিয়ে স্বস্তির সঙ্গে শিথিল হচ্ছে স্বাস্থ্যবিধিও

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ০৬:৫৯ পিএম

করোনা মহামারীতে স্বস্তির একটা মাস পার করলো- বাংলাদেশ। আগের দুই মাসের তুলনায় সেপ্টেম্বরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিলো তুলনামূলক অনেক কম।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারও নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। সার্বিকভাবে করোনা পরিস্থিতিকে আপাতত নিয়ন্ত্রণে বলছেন বিশেষজ্ঞরা।

তবে, স্বস্তির এই পরিস্থিতি কতদিন ধরে রাখা যাবে, তা স্বাস্থ্যবিধি মানার ওপর নির্ভর করছে বলেও মনে করিয়ে দিয়েছেন তারা।

সারাদেশের সার্বিক হিসাবে, গত আগস্টের চেয়ে সাড়ে চার ভাগ কম রোগী মিলেছে সেপ্টেম্বরে। মৃত্যূর সংখ্যাও কমেছে একই হারে। বেড়েছে সুস্থ হয়ে ওঠার হারও।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে জুলাই মাসে প্রায় সাড়ে তিন লাখ। আগস্টে সংখ্যাটা ছিলো আড়াই লাখ। তবে সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারের কিছু বেশি।

গত জুলাইয়ে ছয় হাজার আর আগস্টে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। আর আগস্টে মৃত্যুর সংখ্যাটা চৌদ্দশ’রও কম।

সবচেয়ে বেশি পরিবর্তন শনাক্তের হারে। আগস্টে রোগী শনাক্তের হার ৩০ থেকে নেমেছিলো ২১ শতাংশে। সেপ্টেম্বরে একমাসের ব্যবধানে শনাক্তের হার নেমেছে সাত শতাংশেরও কমে। সেপ্টেম্বরে সুস্থ হয়েছে প্রায় নব্বই হাজার মানুষ।

আরও পড়ুন: পাহাড় থেকে সোনা তুলতে ব্যস্ত জুম চাষীরা

গত দশদিন যাবত আক্রান্ত শনাক্তের হার থাকছে পাঁচ শতাংশ বা তার নিচে। দৈনিক মৃত্যুর সংখ্যা অর্ধশতর নিচে থাকছে গেলো দুই সপ্তাহ যাবৎ।

করোনার নিম্নমুখী এই পরিস্থিতিতে আবারও শিথিল হয়েছে মাস্কের ব্যবহার। অথচ বিশেষজ্ঞরা বলছেন, এই শিথিলতা পরিস্থিতিকে আরও ভয়ানক করে তুলতে পারে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে ১৫ লাখেরও বেশী। মারা গেছে সাড়ে সাতাশ হাজার মানুষ।


একাত্তর/টিএ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজধানীতে চলমান জেলা প্রশাসক সম্মেলনে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনের বার্তা দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জেলা প্রশাসকদের বলে দেয়া হবে, সংসদ নির্বাচনে মাঠ...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত