সেকশন

শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
 

বিদেশি চ্যানেল বন্ধ প্রসঙ্গে যা বললো অপারেটররা

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০৮:২৭ পিএম

বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাস হয়েছে ১৫ বছর। এতদিন দিন পরে সেই আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর, তাতেই বিদেশী সকল চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা।

তাদের সংগঠন কোয়াব বলছে, বিজ্ঞাপণ ছাড়া ক্লিন ফিড দেয়ার দ্বায়িত্ব বিদেশি চ্যানেলগুলোর এদেশীয় পরিবেশকদের। পরিবেশকরা তা না করায় বিপদে পড়েছেন তারা। ৪ অক্টোবরের মধ্যে এ জটিলতার অবসান না হলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কোয়াবের একাংশ।

বিদেশী চ্যানেলে বিজ্ঞাপণ প্রচারের কারণে বছরে হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। ২০০৬ সালে পাস হওয়া আইন অনুযায়ী বিজ্ঞাপণসহ বিদেশি কোনো চ্যানেল দেশে সম্প্রচার করতে পারবে না।

১৫ বছর পর সেই আইনের প্রয়োগ শুরু করেছে, সরকার। আইন অনুযায়ি বিজ্ঞাপণ ছাড়া বিদেশি চলতে কোনো বাধা নেই। তবে, সরকার এমন উদ্যেগ শুরু করার পরপরই, শুক্রবার থেকে সব বিদেশী চ্যানেল বন্ধ করে দিয়েছে কেবল অপারেটরা।

কেবল অপারেটররা বলছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে সম্প্রচার সম্ভব নয়। এ কারণে তাঁরা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।

এ নিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে ক্যাবল অপারেটর সমন্বয় কমিটি বলেছে, বিজ্ঞাপণ ছাড়া বিদেশি চ্যানেল সম্প্রচারের পক্ষে তারাও। কিন্তু বিদেশী চ্যানেল কর্তৃপক্ষ ও দেশের পরিবেশকরা তাদেরকে বিজ্ঞাপণবিহীন ছবি দিচ্ছে না। এই জটিলতা সোমবারের মধ্যে নিরাসন না হলে আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

আর, প্রযুক্তি ডিজিটালাইজেশন না হওয়া পর্যন্ত বিদেশী চ্যানেলের কলিন ফিডের সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছে কেবল অপারেটরদের সংগঠন- কোয়াব। তবে তথ্য মন্ত্রণালয় বলছে, এদেশে বিদেশি চ্যানেল চালাতে হলে বিজ্ঞাপনবিহীনই চালাতে হবে।



একাত্তর/এআর

ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৫৯ জন। এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে পাঁচ জনের। চলতি বছর এ পর্যন্ত এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু।
নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না। আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার আপাতত কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
অবশেষে বরফ গললো অন্তর্বর্তী সরকার ও বিএনপির সম্পর্কে। উভয় পক্ষের কিছুটা ছাড়ে এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
ইরানে ইসরাইলের সামরিক হামলার ঘটনায় দ্ব্যর্থহীনভাবে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে সংসদ নির্বাচন পেছানো বার্তাকে ‘দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ’ বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত