দুই বছর আগে জানানোর পরও কোন ব্যবস্থা না নিয়ে ক্যাবল অপারেটররা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, ক্যাবল টিভি চ্যানেল অপারেটর ও বিদেশি চ্যানেল পরিবেশকরা চাইলে আলোচনা হতে পারে, তবে তা অবশ্যই দেশের আইনকে প্রাধান্য মেনে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, দুই বছর আগে তাদেরকে বলা হয়েছিলো ক্লিন ফিড নিশ্চিত না করলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এরপরও কোন ব্যবস্থা না নিয়ে তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।
আরও পড়ুন: বিদেশি চ্যানেল বন্ধ প্রসঙ্গে যা বললো অপারেটররা
তথ্যমন্ত্রী বলেন, ১৭টি বিদেশি চ্যানেল দেশে ক্লিন ফিড দেয়। কিন্তু সেই চ্যানেলগুলোও ক্যাবল অপারেটররা বন্ধ করে দিয়েছে। এই বিষয়টিও সরকারের নজরদারির মধ্যে আছে বলে জানান তিনি।
কোন কোন ক্যাবল অপারেটর পাইরেসি করে ডাউনলিঙ্কের মাধ্যমে এখনও বিজ্ঞাপনসহ বিদেশি চ্যানেল চালাচ্ছে। সেটাও বিধি বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি।
একাত্তর/এসজে