জাতির পিতাকে কটুক্তি করার অভিযোগে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন যুবলীগ নেতা নাজিম উদ্দিন। আজ রোববার (২৪ অক্টোবর) আদালতে লিখিতভাবে এই আবেদন করেন তিনি। মামলা নেওয়ার আবেদনে তথ্যগত ভুলের কারণে মামলা করার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কথা গণমাধ্যমকে জানান এই নেতা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন। আজ এ সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেন আদালত। কিন্তু তার পূর্বেই মামলার আর্জিতে তথ্যগত ভুলের উল্লেখ করে মামলা না করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
আরও পড়ুন: আবারো শুরু এইচএসসি পরীক্ষার ফরম পূরণ
মামলার আর্জিতে বলা হয়, ২০২০ সালের ১৭ মার্চ চট্টগ্রাম একাডেমি থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে প্রকাশিত পুস্তকে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমানার অভিযোগ এনে মামলাটি করা হয়।
একাত্তর/টিএ