র্যাবের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রে আইনি ফার্ম নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনজীবী নিয়োগ করে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে আইনি চ্যালেঞ্জ করবে বাংলাদেশ।
তবে জনগণের টাকা ব্যবহার করে ল ফার্ম নিয়োগ করলে তা অবশ্যই জনগণকে জানিয়েই করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে চিঠি দিয়েছে। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশি আর কোনো প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না।
আরও পড়ুন: বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
র্যাবকে কোন রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নিখোঁজ ব্যক্তিরা কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো না।
সামনের দিনে কোনো লবিস্ট নিয়োগ করা হবে কিনা তা নিয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে তা করলে সবাইকে জানিয়েই করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
একাত্তর/এসজে