প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে প্রলোভণে পড়ে কেউ যদি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তা হবে ক্ষমার অযোগ্য। ভোটাররা ভোট দিতে গিয়ে যেন বাঁধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখে পাশে থাকবে নির্বাচন কমিশন।
বুধবার ভোটার দিবস উপলক্ষ্যে নির্বাচন কমিশন ভবনে আলোচনা সভায় এসব কথা বলেন নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার। আর নির্বাচন সুষ্ঠু করতে সবার সহযোগিতাও চান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, জনগনের ভোটার অধিকার নিশ্চিত করা দায়িত্ব পড়েছে নির্বাচন কমিশনের উপর। তা বাস্তবায়ন করতে না পারলে সেটি হবে মিথ্যাচার।
তিনি আরও বলেন, মানুষকেও ভোট প্রয়োগের ক্ষেত্রে সচেতন হতে হবে। দায়িত্ব পালনে সচেতন হতে হবে। দায়িত্ব পালনের সময় প্রলোভনে পড়ে দুর্নীতিতে জড়ালে তা হবে ক্ষমার অযোগ্য।
বলেন, ভোট সম্পর্কে মানুষের মধ্যে এখনও নেতিবাচক প্রভাব রয়েছে। ভোটের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে নতুন ভোটারদের মাঠ পর্যায়ে কাজে লাগানো হবে। আর যার কারণে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান কাজী হাবিবুল আউয়াল।
এদিকে, ভোটার দিবসে নতুন তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১৫ লাখেরও বেশি নতুন ভোটার। আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার। এছাড়াও, নতুন ২১ জন ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা।
একাত্তর/ এনএ