প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমেরিকা বিশ্বব্যাংকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিলো। কিন্তু নিজেদের টাকায় পদ্মা সেতু বাস্তবায়ন করছে সরকার। অর্থিকভাবে বাংলাদেশ শক্তিশালী।
বুধবার সকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ এবং ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনের সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হবে। কর্ণফুলি টানেল, পারমানবিক বিদ্যৎ কেন্দ্র তৈরী হচ্ছে। এতে দেশেও দক্ষ জনশক্তি গড়ে ওঠছে। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেই যেনো প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
গবেষণায় আরো জোর দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গবেষণার কারণে খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও গবেষণা নেই। তাই এখানে গবেষণায় জোর দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
একাত্তর/ এনএ