সেকশন

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
 

নগরীতে মশা নিয়ে পূর্বাভাসকে উড়িয়ে দিলেন মেয়র তাপস

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯:০১ পিএম

চলতি মাসে ঢাকায় কিউলেক্স মশার উৎপাত সর্বোচ্চ পর্যায়ে যাবার যে পূর্বাভাস দেয়া হয়েছে সেটিকে ভুল বলে উড়িয়ে দিলেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস।

তার দাবি, ঢাকা দক্ষিণে মশা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যন্ত্রপাতির অভাবে কিউলেক্সের জন্মস্থানে ঠিকমতো ওষুধ ছিটানো যাচ্ছে না, তাই মশা বাড়ছে। 

কিউলেক্স মশার উৎস সন্ধানে উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি ঝিলপাড়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কীটতত্ববিদ কবীরুল বাশার।

তিনি বলছিলেন, একটি প্লাস্টিকের পটে ঝিলটি থেকে এক একবার পানি তুললে তাতে কিউলেক্সের কমপক্ষে ৫০০ লার্ভা ও পিউপা পাওয়া যাচ্ছে।      

পরিস্থিতির ভয়াবহতা উল্লেখ করে এই কীটতত্ববিদ বলেন, আধুনিক যন্ত্রপাতির অভাবে পুরো ঝিলে মশার ওষুধ ছিটানো যাচ্ছে না। হাতের স্প্রেতে যা ছিটানো হচ্ছে তা কাজে আসছে না। 

রাজধানী ও আশপাশের এলাকায় এমন ঝিল বা ডোবা-নালার সংখ্যা অগুন্তি। বছরের এই সময়ে যেগুলো কিউলেক্স মশার অভয়ারণ্যে পরিণত হয়। 

মশার পূর্বাভাস মডেল তৈরি করে বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে রাজধানীতে কিউলেক্স মশার উৎপাত চরমে পৌঁছাতে পারে।   

তবে, সেই পূর্বাভাসকে ভুল বললেন ঢাকা দক্ষিণের মেয়র। বুধবার সামসাবাদ এলাকা পরিদর্শন করে তার দাবি, ঢাকা দক্ষিণে মশা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। 

মেয়র তাপস বলেন, গত বছরের মার্চ মাসের এমন রকম সময়ে আমি বলেছিলাম যে, ১৪ তারিখের পরে মশা নিয়ন্ত্রণে আসবে। সেটা নিয়ন্ত্রণে এসেছিল।

তিনি বলেন, ‘সেই তুলনায় এবার জানুয়ারির পর ফেব্রুয়ারি পার হয়েছে। মার্চের মাঝামাঝি চলে এসেছি। এবার এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মশা পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা বারবার বিশেষ ক্র্যাশ প্রোগ্রামের তাগাদা দিলেও এখনো দুই সিটিতেই চলছে নিয়মিত কার্যক্রম।


একাত্তর/ এনএ

রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এ জাতি যতদিন এ বেদনা মনে রাখবে ততদিনই এ জাতি ঠিক পথে থাকবে। এ বেদনা ভুলে গেলেই আমরা আবার ভুল পথে চলে যাবো।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ওঠা প্রশ্নের ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার দাবি,...
নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, ওই থানার অফিসার ইনচার্জ মো. এনায়েত হোসেন লিখিত আবেদনের সঙ্গে দেওয়া টাকা নিয়ে বলছেন, ‘কম টাকা...
এদিকে সরকার আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মনে করে দলটি। কিন্তু নির্বাচন কেন দিতে দেরি হচ্ছে তার কোনো উত্তর পাচ্ছে না বিএনপি। দলের নেতারা বলছেন, সংস্কার শেষে নির্বাচন বিলম্বিত করার...
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া) উপদ্রব বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, গত দুই সপ্তাহে সাপটির দংশনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার কৃষক। বর্তমানে মাঠে যেতেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত