দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপ শুরু করতে যাচ্ছে নবগঠিত নির্বাচন কমিশন। রোববার বিকেলে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ধারাবাহিক এই সংলাপ শুরু হচ্ছে।
প্রথম দফার সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদদের। ইমেরিটাস অধ্যাপকসহ প্রায় ৩৫ থেকে ৪০ জন শিক্ষাবিদের নাম এই তালিকায় রয়েছে।
এরপর ধারাবাহিকভাবে রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপ করবে ইসি। সবার শেষে সংলাপ হবে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে।
তবে আলোচনা যাই হোক না কেনো, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংলাপের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। এতে করে দ্বাদশ নির্বাচনের কর্মপরিকল্পনা করতে সুবিধা হবে ইসির।
দ্বাদশ জাতীয় সংসদসহ অন্যান্য নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যেই এই সংলাপের আয়োজন করা হয়েছে।
নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণের পর মাত্র ১২ দিন অতিবাহিত করেছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন।
এই কমিশন রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনে কিছু করণীয় ঠিক করে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ থেকে দেশের বিশিষ্টজনদের সঙ্গে সংলাপ শুরু হচ্ছে।