সেকশন

সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
 

দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৫:৪৫ পিএম

সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ইতিহাসকে যারা ধামাচাপা ও বিকৃত করতে চায়, তারা কখনও ক্ষমা পাবে না।

রোববার (২০ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনোদিন হৃদয় থেকে মোছা ও খাটো করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কল্পনা বাস্তবায়ন করছেন। আজ এ সরকারের কারণে নতুন প্রজন্ম জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। 

image


জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সংসদ সদস্য এএইচএম ইব্রাহিমের সহযোগিতায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান ও স্কুল টিফিন বক্স ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০০ জন বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে ল্যাপটপ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। 

মন্ত্রী এসময় চাটখিলে পুলিশের তদন্ত কেন্দ্র, চাটখিল ও সোনাইমুড়ী থানার নতুন ভবন নির্মাণ ও পুলিশের জন্য গাড়ি দ্রুত বরাদ্দের প্রতিশ্রুতি দেন। 

আরও পড়ুন: লঞ্চ ডুবি: দুই নারীসহ তিনজনের লাশ উদ্ধার

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সাংসদ এএইচএম ইব্রাহিম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের ,সাধারণ সম্পাদক আ ফ ম বাবু, সহ সভাপতি মাহফুজুর রহমান বাহারসহ রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজের হাজারও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


একাত্তর/এসি 

চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করেছে সরকার। এর মধ্যদিয়ে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে স্বীকৃতি পেলো।
চট্টগ্রামে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার। 
চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স প্রধান ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি সম্মেলন হচ্ছে। নিরাপত্তা সংক্রান্ত নানা দিকে পারস্পরিক সহযোগিতার জন্যই এই আয়োজন। রোববার এই বৈঠকে যোগ...
আওয়ামী লীগকে সমর্থন করায় জাতির কাছে ক্ষমা চেয়ে চাঁদপুর মতলব দক্ষিণ থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিয়ে মন্তব্যে আমেরিকার...
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত