আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন। বাঙালি জাতির প্রতি তার পরম ভালোবাসা ছিল। তিনি মনে করতেন, বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করার সম্পূর্ণ দায়িত্ব তার এবং ঠিক সেভাবেই তিনি বাঙালির মর্যাদা প্রতিষ্ঠা করে গেছেন।
তিনি রোববার (৭ আগস্ট) সচিবালয়ে তার সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। খবর বাসসের।
আইনমন্ত্রী বলেন, বাঙালিরা যদি বঙ্গবন্ধুকে সঠিকভাবে স্মরণ করে, শ্রদ্ধা জানায় তাহলে বাঙালি জাতিই উন্নত হবে, জাতি হিসেবে একটি ভালো জায়গায় পৌঁছবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে পরিষ্কারভাবে জানানো দরকার যে, একজন সাধারণ মানুষ এমনকি একজন ‘ফকির’ হত্যারও বিচার হয়ে থাকে অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার দীর্ঘ ২১ বছর বন্ধ করে রাখা হয়েছিল। এ জন্য জারি করা হয়েছিল ইনডেমনিটি অধ্যাদেশের মতো আইন।
আরও পড়ুন: পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
শোক দিবস পালনে বঙ্গবন্ধু তার জীবনে কী করে গেছেন এবং আজকের বাস্তবতায় তার প্রাসঙ্গিকতা কী সেসব প্রসঙ্গে আলোচনা করার পরামর্শ দেন আইনমন্ত্রী। এ বছর বড় পরিসরে শোক দিবস পালনের আহবান জানান তিনি।
একাত্তর/আরএ