বঙ্গবন্ধুর খুনিরা ইঁদুরের গর্তে লুকিয়েও রক্ষা পাবেনা বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোনো সভ্য দেশ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কোনো জাতি বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিতে পারেনা। এখন সময় এসেছে বঙ্গবন্ধুর ঋণ শোধ করার।
সোমবার (১৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আরও তিনজন খুনি কোথায় আছে সে বিষয়টি কারো জানা নেই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে ওই তিনজনের হদিস নেই। খুনিদের খোঁজ করে আইনের মুখোমুখি করার চেষ্টা অব্যাহত থাকবে।
আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।
আরও পড়ুন: বঙ্গবন্ধুসহ নিহতদের ধর্মীয় রীতি মেনে দাফন করতে দেয়নি খুনিরা
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা।
একাত্তর/এসি