রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সামনের নির্বাচনে সব দল অংশ নেবে কি না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা বুঝতে পারছি না।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়েছে। দেশে প্রবাসী আয় কমে যাচ্ছে। যেখানে আমদানি ব্যয় বাড়ছে, রিজার্ভ কমে আসছে। বিভিন্ন মেগা প্রকল্পের যে ঋণ, তার বোঝা দেশ কতটুকু বইতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে জন্য গেলো নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা এর পরিবর্তন চাই।
নির্বাচনে জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে যাওয়ার ওপর আমাদের ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির সঙ্গে সমঝোতা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো গোপন আঁতাত করি না। যা কিছু হবে স্বচ্ছ। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নীতিগত পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এদের বাইরে কাউকে চায়।
এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদের শাসনামলে এসব ছিল না। সংখ্যালঘুরা ভালো ছিলেন। দেশে সুশাসন ছিল। দুর্নীতি কম ছিল। আমরা তেমন সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চাই।
জাতীয় পার্টিতে ভাঙনের বিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টিতে ভাঙন নেই। দলকে শক্তিশালী করতেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা দলে থাকলে অনেকেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্য থেকে আমরা একজনকে বেছে নিই।
বর্তমান সিইসিসহ সব কমিশনারই নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি দাবি করে জি এম কাদের বলেন, এই কমিশন সব রাজনৈতিক দল, দেশপ্রেমিক ব্যক্তি ও সংস্থার পরামর্শ উপেক্ষা করে ইভিএম নিয়ে ব্যস্ত। এই ইসি’র অধীনে নির্বাচন নিরপেক্ষ হবার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, ইভিএম দিয়ে সঠিক নির্বাচন হয় না। বরং ডিজিটাল কারচুপির আশঙ্কায়ই বেশি। এ কারণে অনেক উন্নত দেশও ইভিএম বর্জন করে ব্যালটের মাধ্যমে নির্বাচন করে। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আমরাও ইভিএম নয় ব্যালটে নির্বাচন চাই।
পাঁচ দিনের সফরে ঢাকা থেকে সোমবার দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের। সড়কপথে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।
একাত্তর/এআর