সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে সংশয়ে জিএম কাদের

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১১:২৫ এএম

রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সামনের নির্বাচনে সব দল অংশ নেবে কি না, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না, তা বুঝতে পারছি না।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়েছে। দেশে প্রবাসী আয় কমে যাচ্ছে। যেখানে আমদানি ব্যয় বাড়ছে, রিজার্ভ কমে আসছে। বিভিন্ন মেগা প্রকল্পের যে ঋণ, তার বোঝা দেশ কতটুকু বইতে পারবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যে জন্য গেলো নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রি বেশি। আমরা এর পরিবর্তন চাই। 

নির্বাচনে জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে যাওয়ার ওপর আমাদের ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির সঙ্গে সমঝোতা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো গোপন আঁতাত করি না। যা কিছু হবে স্বচ্ছ। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নীতিগত পার্থক্য থাকলেও তাদের কর্মকাণ্ড উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এদের বাইরে কাউকে চায়।

এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এরশাদের শাসনামলে এসব ছিল না। সংখ্যালঘুরা ভালো ছিলেন। দেশে সুশাসন ছিল। দুর্নীতি কম ছিল। আমরা তেমন সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে চাই।

জাতীয় পার্টিতে ভাঙনের বিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টিতে ভাঙন নেই। দলকে শক্তিশালী করতেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা দলে থাকলে অনেকেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্য থেকে আমরা একজনকে বেছে নিই।

বর্তমান সিইসিসহ সব কমিশনারই নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি দাবি করে জি এম কাদের বলেন, এই কমিশন সব রাজনৈতিক দল, দেশপ্রেমিক ব্যক্তি ও সংস্থার পরামর্শ উপেক্ষা করে ইভিএম নিয়ে ব্যস্ত। এই ইসি’র অধীনে নির্বাচন নিরপেক্ষ হবার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, ইভিএম দিয়ে সঠিক নির্বাচন হয় না। বরং ডিজিটাল কারচুপির আশঙ্কায়ই বেশি। এ কারণে অনেক উন্নত দেশও ইভিএম বর্জন করে ব্যালটের মাধ্যমে নির্বাচন করে। জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে আমরাও ইভিএম নয় ব্যালটে নির্বাচন চাই।

পাঁচ দিনের সফরে ঢাকা থেকে সোমবার দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের। সড়কপথে রংপুর সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।


একাত্তর/এআর


জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ আগামী ৯ মার্চ দলটির কাউন্সিলের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে গুলশানের বাস ভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ এ ঘোষণা দেন তিনি।
সংসদ সদস্যের সংখ্যার বিচারে বর্তমান সংসদে ভারসাম্য রক্ষা হয়নি এমন মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আসন সংখ্যার বিচারে এবার সংসদে শতকরা ৭৫ ভাগই সরকার দলের।...
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে মঙ্গলবার। বিকেল তিনটায় সংসদের বৈঠক শুরু হবে। গত ৭ জানুয়ারির ভোটে নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। গত ১০ জানুয়ারি শপথ নেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। 
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত