প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসছেন বৃহস্পতিবার। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এর আগে টানা আঠারো দিনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ভোররাত ১ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
আরও পড়ুন: নীলফামারীতে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
শেখ হাসিনা যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান। যেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া এবং রাজা চার্লস তৃতীয় কর্তৃক আয়োজিত অভ্যর্থনায় যোগ দেন।
এরপর ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন। ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশ নেন।
একাত্তর/আরবিএস