এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিদ্বদ্বি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়া আরও ১৩টি দেশ ভোটের মাধ্যমে নতুন সদস্য নির্বাচিত হয়েছে।
নির্বাচিত অন্য দেশগুলো হলো- আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজিস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।
মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত সদস্য দেশগুলোর কাজের মেয়াদ হবে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত।
স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে এই ভোটাভুটিতে বাংলাদেশসহ ১৪টি দেশকে মানবাধিকার কাউন্সিলে নতুন সদস্য হিসেবে নেওয়া হয়। নির্বাচনে বাংলাদেশের পক্ষে পড়েছে ১৬০ ভোট।
মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ অধিবেশন কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেসি।
মোট ১৮৯টি দেশ ভোটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে, বাংলাদেশের পক্ষে যায় সর্বাধিক ১৬০টি ভোট।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, মর্যাদাপূর্ণ এই জয় বিশ্ব মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে বাংলাদেশকে সুযোগ করে দেবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এই জয়ের মাধ্যমে, আবারও প্রমাণিত হয়েছে, বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনা সরকারের ওপর আস্থাবান এবং দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।
একাত্তর/আরএ/এসি