সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

রেকর্ড ভোটে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০৩:১৩ পিএম

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিদ্বদ্বি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়া আরও ১৩টি দেশ ভোটের মাধ্যমে নতুন সদস্য নির্বাচিত হয়েছে। 

নির্বাচিত অন্য দেশগুলো হলো- আলজেরিয়া, বেলজিয়াম, চিলি, কোস্টারিকা, জর্জিয়া, জার্মানি, কিরগিজিস্তান, মালদ্বীপ, মরক্কো, রোমানিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান ও ভিয়েতনাম।

মানবাধিকার কাউন্সিলের নির্বাচিত সদস্য দেশগুলোর কাজের মেয়াদ হবে ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত।   

স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে এই ভোটাভুটিতে বাংলাদেশসহ ১৪টি দেশকে মানবাধিকার কাউন্সিলে নতুন সদস্য হিসেবে নেওয়া হয়। নির্বাচনে বাংলাদেশের পক্ষে পড়েছে ১৬০ ভোট। 

মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ অধিবেশন কক্ষে গোপন ব্যালটের মাধ্যমে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সাবা কোরেসি।

মোট ১৮৯টি দেশ ভোটাধিকার প্রয়োগ করে। তার মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে, বাংলাদেশের পক্ষে যায় সর্বাধিক ১৬০টি ভোট। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, মর্যাদাপূর্ণ এই জয় বিশ্ব মানবাধিকার রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে বাংলাদেশকে সুযোগ করে দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এই জয়ের মাধ্যমে, আবারও প্রমাণিত হয়েছে,  বিশ্ব সম্প্রদায় শেখ হাসিনা সরকারের ওপর আস্থাবান এবং দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। 


একাত্তর/আরএ/এসি

বে টার্মিনাল নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য জাতীয় সামাজিক সুরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণে সহায়তা করার জন্য মোট ৮৫০ মিলিয়ন ডলারের দুটি অর্থায়ন চুক্তি...
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছেন। এটা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ম...
ভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা...
আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া দ্রুততর করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বুধবার সাতটি দেশকে ‘নিরাপদ উৎস দেশ’ হিসেবে ঘোষণা করেছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত