ফাইজার বায়োএনটেকের করোনা প্রতিরোধী টিকা ঢাকায় পৌঁছেছে।
সোমবার (৩১ মে) রাত ১১টা ৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ফাইজারের এক লাখ ৬২০ ডোজ টিকা নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
ইপিআই লাইন ডিরেক্টর শামছুল হক বিমানবন্দরে টিকা গ্রহণ করেছেন।
বিমানবন্দর থেকে টিকা নিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই শাখা মহাখালিতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তজার্তিক টিকা তহবিল প্রোগ্রামের আওতায় এসেছে এই টিকা।
ফাইজার বায়োএনটেকের এই টিকা ১৮ টা বাক্সে বাংলাদেশে এসেছে।
মাইনাস ৭৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করে এই টিকা বাংলাদেশে আনা হয়েছে।
যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করার পর এখন পর্যন্ত টিকা পাননি, তাদের এই টিকা প্রদানে অগ্রাধিকার দেয়া হবে হবে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফাইজার বায়োএনটেকের টিকা চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ নিতে হবে।
এর আগের দিন রবিবার (৩০ মে) টিকাটি দেশে পৌঁছানো নিয়ে ছিল দিনভর বিভ্রান্তি।
পরে সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান টিকা আসবে সোমবার।
দেশে এসে পৌছেছে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা।
একাত্তর/এসি/আরএইচ