ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে গিয়ে পৈত্রিক জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৭ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে জমিগুলোর পরিদর্শন করেন তিনি।
জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলি বছরের ৮/৯ মাসই পানির নিচে থাকে। তাই ভাসমান বেডে সবজি ও অন্য ফসল চাষ করে এই জমিগুলো চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।
আরও পড়ুন: ‘জনগণের সেবাই আওয়ামী লীগের মূলমন্ত্র’
এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদ করার জন্য দেশবাসীকে আহবান জানিয়েছেন। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে সে ব্যাপারেও দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রধানমন্ত্রী।
একাত্তর/এসি