নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিকের কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মোহাম্মদ সাদিককে সোমবার সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে’র কাছে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শনিবার সাদিককে চিঠি দিয়েছে সুনামগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এক সময় নির্বাচন কমিশন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সাদিককে পাটানো চিঠিতে বলা হয়েছে, মোহাম্মদ সাদিক গত ২৯ নভেম্বর সুনামগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে মোটর সাইকেল শোভাযাত্রাসহ শোডাউন করে গাড়িবহর নিয়ে প্রদক্ষিণ করে সমাবেশ করেন।
এ কারণে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
চিঠিতে বলা হয়, মোহাম্মদ সাদিকের ওইরকম সমাবেশ করা আচরণবিধির লঙ্ঘন।
ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য তাকে অনুরোধের পাশাপাশি অনুসন্ধান কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে।