রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিলের পক্ষে-বিপক্ষে এ পর্যন্ত ৩৩৮ জন আপিল করেছেন। আপিল আবেদন কার্যক্রম আরও দুই দিন চলবে। এরপর নির্বাচন কমিশন বসে আপিল শুনানি করে সিদ্ধান্ত দেবে।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আপিল আবেদন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।
ইসি সচিব বলেন, ৩০০টি সংসদীয় আসনে পদপ্রার্থী সংখ্যা ছিল দুই হাজার ৭১৬টি। এরমধ্যে যাচাই-বাছাইয়ে ৭৩১টি মনোনয়ন বাতিল হয়েছিল।
ঘোষিত তফসিল অনুযায়ী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এর বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার তৃতীয় দিনসহ এ পর্যন্ত মোট ৩৩৮ টি আপিল দায়ের হয়েছে। প্রথম দিন আপিল আবেদন হয়েছিলো ৪২টি, দ্বিতীয় দিন ১৪১টি এবং আজ তৃতীয় দিন ১৫৫টি।
সচিব জানান, এ আপিলগুলো ১০ তারিখ থেকে পর্যায়ক্রমে শুনানি হবে। পরবর্তীতে ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করে ১৮ তারিখ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন থেকে প্রচার প্রচারণা শুরু হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।