সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
 

সিলেটের বৃষ্টি ‘ছড়িয়ে পড়বে’ সারাদেশে

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১০ পিএম

দেশের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে তীব্র গরম থেকে সাময়িক মুক্তির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সিলেটে শুরু হওয়া বৃষ্টি দু’একদিনের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।

একাত্তরকে তিনি বলেন, দু’একদিনের মধ্যে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমিয়ে আনবে।

তিনি বলেন, এরই মধ্যে সিলেটে বৃষ্টি শুরু হয়েছে। সেখান থেকে সারাদেশেই ছড়িয়ে পড়বে। তখন তাপমাত্রাও কমে যাবে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সাত মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে সিলেট অঞ্চলে শুরু হয় হালকা ও মাঝারি বৃষ্টি। সঙ্গে ছিলো দমকা হাওয়া। সারাদেশে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমের মধ্যে সিলেটে একপশলা বৃষ্টি হচ্ছে।

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের অতি তীব্র তাপপ্রবাহ। এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয়। পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে। কোথাও কোথাও রূপ নেয় অতি তীব্র তাপপ্রবাহে।

এরমধ্যে দেশের ইতিহাসে গত ৫২ বছরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মঙ্গলবার। এদিন যশোরে পারদ উঠেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস পূর্বাভাসে আগে থেকেই বলছিলো মে মাসের শুরুর দিকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হবে বলেও পূর্বভাসে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার তাপপ্রবাহের তীব্রতা হ্রাস পেতে পারে এবং কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে হতে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে সারাদেশে বৃষ্টি.বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।

কেএসএইচ
ঢাকাসহ দেশের চার বিভাগ ও দুই অঞ্চলে শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৩১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
শিগগিরই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আর এর প্রভাবে, দেশের উপকূলীয় এলাকায় আগামী শুক্রবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে সরকারি সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে।
মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে মিশনে গিয়ে ৩৩ জন সদস্য নিখোঁজের খবরটি গুজব বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত