সোমবারের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা নিম্নচাপে রূপ নেয়ারও আশঙ্কা রয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হলেও দেশজুড়ে চলমান তাপদাহ পুরোপুরি আপাতত কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। গুমোট পরিবেশ। গুড়িগুড়ি বৃষ্টির দেখা মিলেছে কোথাও কোথাও। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশালসহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
মে মাসের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন জেলায় তাপ প্রবাহ শুরু হয়। বিভিন্ন জেলায় হিট এলার্টও জারি করে আবহাওয়া অফিস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে, আকাশে মেঘে দেখা যাচ্ছে। বৃষ্টির কারণে স্বস্তি নামলেও তা খুব বেশিদিন স্থায়ী হবে না।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দাবদাহের পর আগামী ২০ মে বা তার পরে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যা নিম্নচাপেও রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।
এপ্রিল মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির মাস। সেই ধারাবাহিকতায় এবারো সেখানে এক বা একাধিক ঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।