বিদেশ ফেরত দুই লাখ প্রবাসীকে প্রশিক্ষণ বাবদ এককালীন ১৩ হাজার পাঁচ শ' টাকা করে দেবে সরকার। দেশের তিরিশটি ওরিয়েন্টেশন কেন্দ্র থেকে ২০২০ সালের পর দেশে ফিরে আর বিদেশ যাননি এমন প্রবাসীকে এই প্রশিক্ষণ দেয়া হবে।
তবে সবকিছুর জন্য আগে প্রয়োজন হবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করা। একাত্তরকে এমনটাই জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
গেল বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত লাখো প্রবাসী দেশে ফিরেছেন। তাদের ভেতর অনেকেই ছুটি শেষে প্রবাসে ফিরলেও অনেকেরই ভিসা শেষ এবং বিমান চলাচল না থাকায় কাজে ফিরতে পারেননি।
তাদের জন্যই সরকার সাড়ে চার শ' কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। যেখানে ফেরত কর্মীদের দক্ষতা এবং প্রশিক্ষণের ধরন বিবেচনা করা হবে। চার থেকে পাঁচ দিনের অরিয়েন্টেশন শেষে তাদের দেয়া হবে ১৩ হাজার টাকা।
এই প্রকল্পের আওতায় আসতে প্রবাসীদের প্রথমেই নিবন্ধন করতে হবে মন্ত্রণালয়ে। দেশের সকল জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে করা যাবে নিবন্ধন। তাছাড়া থাকতে হবে, দেশে ফেরত আসার প্রাতিষ্ঠানিক প্রমাণ।
২ লাখ প্রবাসীকে তিন বছরে এই প্রকল্পের আওতায় আনা হবে। যেখানে আগ্রহী প্রবাসীকে প্রশিক্ষণ ছাড়াও সনদপত্র দেয়া হবে বিনামুল্যে।
একাত্তর/ এনএ