সাম্প্রতিক সহিংসতায় ১৪ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।
ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
রেলওয়ে সূত্রে জানা যায়, আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলছে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ আছে। আন্তঃনগর ট্রেন কবে থেকে চলবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম থেকে দোহাজারি, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত কমিউটার ট্রেন চলবে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে ট্রেনের সংখ্যা কম।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে, গত ১৮ জুলাই বিকেল থেকে সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করে বাংলাদেশ রেলওয়ে।