সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

'দুই ডোজ টিকা নেয়াদের মৃত্যুঝুঁকি কম'

আপডেট : ০২ আগস্ট ২০২১, ০৯:০১ পিএম

করোনা ভাইরাস প্রতিরোধে যারা দুই ডোজ টিকা নেওয়া সম্পন্ন করেছেন তাদের তুলনায় টিকা না নেওয়া ব্যক্তিদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতা, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি বেশি বলে গবেষণায় পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। 

রোববার (১ আগস্ট) 'কোভিড-১৯ রোগের উপর টিকার প্রভাব' শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, টিকা না নেয়া আক্রান্তদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ, আর যারা দুই ডোজ টিকা নিয়েছিলেন তাদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার হার ৪ শতাংশ। 

আর টিকা না নেয়াদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশের বিপরীতে, টিকা নেয়াদের হাসপাতালে ভর্তির হার ৭ শতাংশ। 

আরও পড়ুন: অক্সফোর্ড টিকা নেয়াদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি

এদিকে, অসংক্রামক রোগে আক্রান্ত যেসব করোনা রোগী টিকা নেননি, তাদের হাসপাতালে ভর্তির হার ছিল ৩২ শতাংশ এবং পূর্ণ ডোজ টিকা নেয়ার পর অসংক্রামক রোগে আক্রান্ত যারা আক্রান্ত হয়েছিলেন তাদের হাসপাতালে ভর্তির হার ১০ শতাংশ। 

এছাড়াও, একটির বেশি অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়াদের হাসপাতালে ভর্তির হার, টিকা নেয়াদের তুলনায় ১০ শতাংশ বেশি। 

আইসিইউ-এর ক্ষেত্রে দেখা গেছে, টিকা না নেয়া রোগীদের ৩ শতাংশকে আইসিইউতে ভর্তি করতে হয়েছিলো। অন্যদিকে, টিকা নেয়াদের মধ্যে আইসিইউতে ভর্তি হতে হয়েছিলো ১ শতাংশেরও কম রোগীকে। 

মৃত্যুর হার বিশ্লেষণে দেখা গেছে, টিকা না নেয়া আক্রান্তদের মধ্যে ৩ শতাংশ মৃত্যুবরণ করেন, আর টিকা নেয়াদের মধ্যে মারা যান শুন্য দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মে ও জুন মাসে করোনা আক্রান্ত রোগীদের মধ্য থেকে এক হাজার ৩শ' ৩৪ জনকে নিয়ে এই গবেষণা পরিচালিত হয়। তাদের সবার বয়স ছিল ৩০ বছরের উপরে। এদের মধ্যে পাঁচশ' ৯২ জন আক্রান্ত রোগী যারা এক ডোজ টিকাও নেননি, আর তিনশ' ছয় জন এমন যারা দুই ডোজ টিকা নেয়ার অন্তত দুই সপ্তাহ পর করোনায় আক্রান্ত হন। 

একাত্তর/এসজে 

জলবায়ু সঙ্কট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
‘আর্থনা সামিট-২০২৫’ -এ যোগ দিতে চার দিনের সফরে কাতারের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শ্রম বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে সব শ্রমিকের আইনি সুরক্ষা, স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রস্তাবসহ বিভিন্ন সুপারিশ করা...
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে হস্তক্ষেপ ও পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে...
জলবায়ু সঙ্কট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ স
স্থানীয় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ড হতে এগিয়ে যাচ্ছে ‘ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’। চলছে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত