দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে এই বিধিনিষেধ।
মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আরও জানান, আগামী ৭ দিন ১ কোটির বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যে ১৪ হাজার কেন্দ্র থেকে একযোগে ভ্যাকসিন দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে বয়স্কদের। সেই সাথে শ্রমজীবী বা বাসের হেলপারেরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
মন্ত্রী জানান, মানুষকে ভ্যাকসিন নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।
সাথে সাথে শ্রমিক, বাসের হেলাপারসহ সবাইকে ভ্যাকসিন নিতে আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ভ্যাকসিন ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবে না। ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতকতে হবে। ভ্যাকসিন দিলেই ওয়েবসাইটে চলে যাবে। সেগুলো চেক করা হবে। ভ্যাকসিন দেয়ার পর সাথে সাথে ওয়েবসাইটে দিয়ে দেবো। ভ্যাকসিন নিয়েছে কিনা যাচাই করতে পারব।
এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন মন্ত্রী।
একাত্তর/এআর