১৮ বছরের ওপরে টিকা না নিলে শাস্তি যোগ্য অপরাধের বিষয়টি বাস্তব সম্মত না হওয়াতে তা প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
এদিকে, তথ্যমন্ত্রী বলেছেন, ১৮ বছরের উদ্ধে কেউ টিকা ছাড়া বের হলে শাস্তির আওতায় পড়বেন এমন সিদ্ধান্ত হয়নি বরং মাস্ক পরা আর স্বাস্থ্যবিধি না মানলে শাস্তির আওতায় আনা হবে।
একদিন আগে সচিবালয়ে কোভিড ১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে বৈঠকের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেছিলেন, ১১ আগষ্টের পর টিকা নেওয়া ছাড়া কেউ ঘর থেকে বাইরে যেতে পারবে না।
আর একদিন পর বুধবার তিনি গণমাধ্যমকর্মীদের জানান ভিন্ন কথা। নিজেই এবার সেই বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বললেও বৈঠকে নানা মত আর আলোচনা হলেও এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত অভিমত নাকি সমন্বয়হীনতার অভাব কিনা এমন জবাবে তথ্যমন্ত্রী বলেন এটি কারো ব্যক্তিগত অভিমত হতে পারে।
একাত্তর/ এনএ