সব পোশাক শ্রমিককেই করোনা টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার এবং বিজিএমইএ। এজন্য টিকা চাহিদা জানাতে সদস্য কারখানাগুলোকে চিঠিও দিয়েছে বিজিএমইএ। গার্মেন্টস মালিকরা এই বিজিএমইএর নির্দেশনা মেনে শ্রমিকদের টিকা দেওয়ার প্রস্ততি নিচ্ছেন।
রপ্তানি এবং উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের টিকা দেওয়ার উদ্দ্যোগের খবর পেয়ে এরই মধ্যে প্রস্তুতিও নিচ্ছেন গার্মেন্টস মালিকরা। তবে, শ্রমিকরা বলছেন, টিকা নিবন্ধনের প্রক্রিয়া তাদের কাছে জটিল।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ: ২৪ আগস্ট ঢাকা আসছে নিউজিল্যান্ড দল
এবার সরকার এবং কারখানা কতৃপক্ষের উদ্যোগে টিকা প্রাপ্তি সহজ হলো এবং কমলো করোনা সংক্রমণ ঝুঁকি।
মালিক সংগঠন বিজিএমইএ বলছে, শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে সরকার আশ্বাস দিয়েছে। সেই অনুযায়ী সদস্য কারখানাগুলোকে শ্রমিক তালিকা জেলা প্রশাসক অথবা সিভিল সার্জনের কাছে জমা দিতেও পরামর্শ দেওয়া হয়েছে।
পোশাক খাতে শ্রমিক এবং কর্মকর্তা মিলিয়ে কাজ করে প্রায় ৫০ লাখ। দ্রুত সময়ে সবার টিকা প্রাপ্তি নিশ্চিত করতে উৎপাদনকারী দেশ এবং ক্রেতা প্রতিষ্ঠান গুলোরও সহযোগিতা চেয়েছে বিজিএমইএ।
একাত্তর/ এনএ