মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহীঙ্গাদের করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে আগামী ১০ থেকে ১২ আগস্ট।
শুক্রবার (৬ আগস্ট) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনাভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিং-এ একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার জনগোষ্ঠীর পঞ্চাশ ঊর্ধ জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ এর টিকাদান করা হবে।
স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, ১৮ নয় টিকা পাবার সর্বনিন্ম বয়স ২৫ বলে বিবেচিত হবে। ১৮ বছরের অনেকেরই ন্যাশনাল আইডি নেই, ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। সেজন্য সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: '১৮ নয়, টিকা পাবার সর্বনিন্ম বয়স ২৫'
ব্রিফিং-এ তিনি জানান, ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে শুরু হতে যাওয়া টিকা কার্যক্রমকে একটি পাইলট প্রজেক্ট। আমরা দেখতে চাই, প্রত্যন্ত অঞ্চলে একদিনে কতো পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।
এছাড়া বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য সেকেন্ড ডোজ টিকা হাতে রেখেই প্রদান করা হচ্ছে বলে নিশ্চিত করেন মহাপরিচালক।
একাত্তর/আরএইচ