সেকশন

বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
 

মুক্তির সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন বঙ্গমাতা: হাসিনা

আপডেট : ০৮ আগস্ট ২০২১, ০৫:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব সংসারসামলানোর পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের মানুষের জন্য চিন্তা করতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

রোববার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকীর আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগমফজিলাতুন্নেছা ১৯৩০ সালের এইদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন।

তিনি শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই নন, বাঙালির মুক্তি সংগ্রামের নেপথ্যঅনুপ্রেরণাকারীও। বিশেষ করে ছয় দফা আন্দোলনে প্রায় সব নেতা গ্রেপ্তার হবার পর তিনিকর্মীদের পরিচালনা করেন।

গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আলোচনাসভায় যুক্ত হয়ে ইতিহাসের বাঁক বদলে তার মায়ের ভূমিকার স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রীশেখ হাসিনা।প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর জীবনের সুখ-দুঃখের সাথী হয়েই শুধুনয়, মৃত্যুতেও সাথী ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

তিনি বলেন, আমার মা একদিকে সংসার সামলেছেন অপরদিকে রাজনৈতিক সিদ্ধান্তগুলোসঠিক সময়ে যাতে হয় তার ব্যবস্থা করেছেন। আন্দোলন সংগ্রামে এই দলকে বিশেষ করে আওয়ামীলীগ এবং ছাত্রলীগ যেন সব সময় সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারে সেই নির্দেশনাদিয়েছেন’।

শেখ হাসিনা আরো বলেন, ‘সমস্ত তথ্য বাবার কাছে পৌঁছে দেয়া এবং জেলখানায়থাকা বাবার কাছ থেকে সিদ্ধান্তগুলো নিয়ে এসে দলের নেতা-কর্মীদের কাছে পৌঁছে দেয়ার মতকাজগুলো তিনি গোপনে করেছেন। এভাবেই তিনি তার পুরো জীবনটাকে উৎসর্গ করেন আমার বাবারযে আদর্শ নিয়ে রাজনীতি করেন সেই আদর্শের কাছে’।

অনুষ্ঠানে নানা ক্ষেত্রে ভূমিকা রাখা ৫ জন বিশিষ্ট নারীকে বঙ্গমাতাফজিলাতুন নেছা মুজিব পদক ২০২১ দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীপদক তুলে দেন। একই সময়ে সারা দেশে ৪ হাজার নারীকে সেলাই মেশিন এবং নগদ সহায়তা দেয়াহয়।   

এর আগে সকালে বনানী কবরস্থানে ফজিলাতুন নেসা মুজিবের কবরে প্রধানমন্ত্রীশেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা জানান। পরে দলেরকেন্দ্রীয় নেতাদের নিয়েও শ্রদ্ধা জানান।

ঢাকা উত্তর সিটির করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগেরসহযোগী সংগঠনের পক্ষ থেকেও নেতারা শ্রদ্ধা জানান।


একাত্তর/ এনএ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট ফর ক্রেডিবল, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন্স (ব্যালট) প্রকল্পে...
‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠিত হবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান...
প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি, রাষ্ট্রপতি নির্বাচন ও জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হবে বলে জানিয়েছেন সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন,...
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএস) সদস্যরা। তাদের মধ্যে তিন জন পুরুষ, সাত নারী ও ১০ শিশু রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ওই নারী-পুরুষ প্রায় ১০ বছর...
শেরপুরে নিখোঁজের ২০ ঘণ্টা পর একটি মৎস্য খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশু দুটির গায়ের পোশাক এখনও পাওয়া যায়নি। 
সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চার জনকে আশঙ্কাজনকভাবে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত