সেকশন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
 

জ্বালানী নিরাপত্তা দিবস আজ, ৩০ বছরে জ্বালানীর চাহিদা বেড়েছে ৩ গুন

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০১:০৮ পিএম

আজ ৯ ই আগস্ট। জ্বালানী নিরাপত্তা দিবস। ১৯৭৫ সালের এই দিনে তিতাসসহ বেসরকারী চারটি গ্যাস কোম্পানিকে নামমাত্র দামে কিনে নেন বঙ্গবন্ধু। 

জাতীর জনকের যুগান্তকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করেই দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সেবা পৌছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।  

মৃত্যুর মাত্র ছয় দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। জাতীয় স্বার্থে প্রভাবশালী বহুজাতিক তেল কোম্পানি শেল ইন্টারন্যাশনালের কাছ থেকে নাম মাত্র মূল্যে দেশের বৃহৎ পাঁচটি গ্যাসক্ষেত্র- তিতাস, বাখরাবাদ, রশীদপুর, কৈলাসটিলা ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্রকে কিনে নিয়ে রাষ্ট্রয়াত্ব ঘোষণা করেন।  

যার উপর ভিত্তি করেই এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশের জ্বালানি খাত। সেই অবদানকে স্মরণ রেখেই বর্তমান সরকার ৯ আগস্টকে জ্বালানি নিরপত্তা দিবস হিসেবে পালন করছে।

দিবসটিকে সামনে রেখে বঙ্গবন্ধু জ্বালানী কৌশল এবং আমাদের জ্বালানী নিরাপত্তা বিয়য়ক এক ওয়েবিনারে জ্বালানী  বিশেষজ্ঞারা বলেন, গেল বারো বছরে ৩২৬৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা থেকে বেড়ে সরবরাহের ক্ষমতা দাড়িয়েছে ২০,৮১৩ মেগাওয়াট। 

তারপরও জ্বালানী নিরাপত্তায় বঙ্গবন্ধুর দর্শন থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। কেননা বঙ্গবন্ধুর দর্শন ছিল নিজস্ব সম্পদের সর্বোচ্চ আহরণ ও ব্যবহার। আর এখন দেশ ঝুঁকছে আমদানির দিকে।

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী বলেন,  ভঙ্গুর অবস্থা থেকে এখন এডিবিতে ১০৫ শতাংশ অর্জন করেছে জ্বালানী খাত। গেল ৩০ বছরে জ্বালানীর চাহিদা বেড়েছে ৩ গুন। তাই আমদানিতে না গেলে অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হবে না। 

তিনি বলেন, শিল্প কারখানা থেকে শুরু করে বাসা-বাড়ি প্রতিটি ক্ষেত্রে জ্বালানী সরবরাহের চ্যালঞ্জ মোকাবেলা করতে হলে বাপেক্সসহ জ্বালানী খাতের প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ হতে হবে। 

গ্যাস নিয়ে একটি  সঠিক ও কার্যকর ব্যবস্থাপনা করা না গেলে গ্যাস সরবরাহ নিশ্চিত করা যাবে না বলে মত প্রতিমন্ত্রীর। 

একাত্তর/ এনএ


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাজধানীতে চলমান জেলা প্রশাসক সম্মেলনে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচনের বার্তা দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জেলা প্রশাসকদের বলে দেয়া হবে, সংসদ নির্বাচনে মাঠ...
ব্যক্তিগত সুবিধা আদায়ের আশায় একদল সাংবাদিক স্বৈরাচারের দালালি করেছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বর্তমানে যে আইন আছে তা পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা নির্ধারণ আইন মানুষের আকাঙ্খা অনুযায়ী...
বরগুনায় দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে  তাদের মাকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। পরে তিনি থানায় আত্মসমর্পন করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চার দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
বান্দরবানে আবারও অপহরণের শিকার হয়েছেন শ্রমিক। এবার ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত