জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
এসব প্রকল্পের মধ্যে একটি ছিল জামালপুরে মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। প্রকল্পটির নাম রাখা হয় 'শেখ হাসিনা সোলার পার্ক'। প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন পেয়েছে।
পাশাপাশি দেশের বৃহত্তম এই সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প থেকে নিজের নাম প্রত্যাহার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের নতুন নাম হবে সোলার পার্ক মাদারগঞ্জ, জামালপুর।
১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে।
একাত্তর/এআর