বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বুধবার থেকে আবার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে একথা জানানো হয়। হাইকমিশনের ফেসবুক পেজেও একই কথা জানানো হয়।
এতে বলা হয়, বিধিনিষেধ প্রত্যাহারের প্রতিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি ১১ আগস্ট ২০২১ থেকে আবারও চালু হবে।
এতে আরও বলা হয়, ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন: নারীকে ব্যবহার করে অপহরণ চক্র!
তবে এসময় পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে। অর্থ্যাৎ আপাতত ভ্রমণের জন্য ভারতের দরজা খুলছে না।
এর আগে বাংলাদেশ শুরু হওয়া কঠোর বিধিনিষেধের কারণে ভারতীয় ভিসাকেন্দ্রগুলো গত ১ জুলাই থেকে বন্ধ ছিল।
একাত্তর/আরএইচ